Thursday, September 1, 2011

পোস্টের নেচে কিভাবে Rendome পোস্টের লিঙ্ক অ্যাড করবেন।(How to post rendome postlink every post blogger)

এটি একটি JavaScript কোড , যা অ্যাড কড়ার মাধ্যমে অটোম্যাটইক প্রতিটি পোস্টের নিচে Rendome আকারে বিভিন্ন পোস্ট অ্যাড হয়ে যাবে । ব্লগে আসে একটি  পোস্ট দেখার পড় তাকে আবার ব্যাক বাটন ক্লিক করে হোমে পেজে এসে নতুন কোন পোস্ট পছন্দ কড়ার দরকার নাই । এই কাজটা করতে আমার কাছে বিরক্ত লাগে । তাই এর সমাধান খুজছিলাম এবং পায়েও গেলেম । তাই আপনাদের সাথেও শেয়ার করলাম।

আমার পরামর্শ হোল প্রথমে একবার পোস্টটি পুরো দেখেনিন তারপর এই লিঙ্কে ক্লিক করুন । তাহলে বিষয়টি সহজে বুজতে পারবেন ।

১। যদি আপনি ব্লগার হন তাহলে আপনার ব্লগস্পটে লগিং করার জন্য যে মেইল ব্যবহার করেন সেই মেইল নাম্বার লিখুন ।
২। আপনি যে ব্লগে এ JavaScript অ্যাড করতে চান  তার লিঙ্ক দিন । Exp: htt://আপনার ব্লগের নাম.com
৩। Platform থেকে Blogger সিলেক্ট করুন ।
৪। Width থেক যে কয়টা পোস্ট দেখেতা চান তা সিলেক্ট করুন । আখানে  ৩,৪ ও ৫টি পোস্ট দেখাতে পারবেন।
৫। Get Widget ! এ ক্লিক করুন ।

 এখান থেকে Install Widget এ ক্লিক করুন ।

 ১। আপনার যদি একাধিন ব্লগ থাকে তাহলে My Blog থেকে আপনার পছন্দের ব্লগটি সিলেক্ট করে  । Title এ একটি নাম দিন ।  
২। Title এ একটি নাম দিন । ADD WIDGET বাটনে ক্লিক করুন।

 Title অনুজায়ি Add a Gadget থেকে Gadget টি আনে Blog Posts এর নিচে বসিয়ে দিন । Save বাটনে ক্লিক করুন ।
এখন আপনার ব্লগটি রিফ্রিশ করুন । যদি আপনার প্রতিটি পোস্টে ছবি থাকে তাহলে পোস্টের নিচে নিচের মত দেখতে পাবেন ।


 আর যদি পোস্টে ছবি না থাকে বা কিছুতে আছে কিছুতে নাই এরকম হয় তাহলে নিচের মতন দেখাবে।

 লিঙ্ক গুলো অটোম্যাটিক চেঞ্জ হবে ।  পোস্টটি সম্পর্কে আপনার যেকোনো মতামত সাদরে ঘ্রহন করাহবে । সকলকে ধন্যবাত ।

0 comments:

Post a Comment