Friday, May 18, 2012

বাংলা পড়তে সমস্যা ! সকল ধরনের বাংলা সফটওয়্যারে ও বাংলা ফ্রন্টের জন্য এখানে ক্লিক

অনলাইনে বাংলা পড়তে সমস্যায় পড়েনি এমন পাঠক খুব কমি পাওয়া যাবে । পূর্বে আমি প্রায়শই সমস্যায় পড়তাম অনলাইনে বাংলা পড়তে। আর এই সমস্যার আড়ালে খুঁজতে থাকতাম প্রয়োজনীয় বাংলা ইউনিকোড ফন্ট। খুঁজতে খুঁজতে যা পেলাম এ যাবত, এখানে সবার সাথে শেয়ার করার মানসে দিয়ে দিলাম । আশাকরি আপনাদের কাজে আসবে ।






 বেশীরভাগ ফন্ট সমুহ জিপ ফাইল আকারে আছে। যদি জিপ ফাইল আঞ্জিপ করতে সমস্যা হয় বা আঞ্জিপ সফটওয়্যারে না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন।



5 comments:

  1. অনেক দিন যাবত খুচছিলাম । অনেক অনেক ধন্যবাত :)

    ReplyDelete
  2. দরকারি বাংলা ফন্ট, সংগ্রহে রাখলাম। শেয়ার করার জন্য ধন্যবাত । বাংলা শেখার জন্য কোনটা ভাল হবে, অভ্র নাকি বীজয় ? কেউ কি বলতে পারেন । আমি এখন অবশ্য অভ্র ব্যবহার করছি। কিন্তু অফিসে তো অভ্র এলাউ করেনা...

    ReplyDelete
  3. Thanks for sharing with us

    ReplyDelete
  4. share korar jonno dhonnobath...:)

    ReplyDelete